মানুষের যে ইগো বা অহম, তা কত ধরনের হয়? সিগমুন্ড ফ্রয়েডকে মোহাম্মদ আলী কতটা পছন্দ করেন তা জানি না, তবে তিনি ফ্রয়েডের মতোই ইগো নিয়ে চমৎকার কাজ করেছেন তাঁর 'আহাম্মক অহমের গল্প' নামক উপন্যাসে।
মানুষের ভেতরে আরো নানা সত্ত্বার উপস্থিতি আর তাদেরই চরিত্র হিসেবে হাজির করা অর্থাৎ মানুষ নয়, অস্তিত্বহীন হয়ে থাকা মন কিংবা চেতনাকে চরিত্র করে তোলার ঘটনা বাংলাদেশের সাহিত্যে অনবদ্য ঘটনা। চিন্তাশীল পাঠকের ভালো লাগবে নিঃসন্দেহে।