অক্টোবর বিপ্লব ও চীন সম্পর্কে দুর্লভ চারটি রচনার সঙ্কলন 'সমাজতন্ত্র : ভাবনা-পুনর্ভাবনা'। কেন সোভিয়েত ইউনিয়নের পতন হলো? কেন গণমানুষের আকাঙ্ক্ষার জায়গা হয়েও সমাজতন্ত্র হেরে গেলো সোভিয়েত ইউনিয়নে? কেন চীনের বিপ্লব টিকে আছে এবং টিকে থাকলেও সেখানে সমাজতন্ত্র কতটুকু বিদ্যমান –এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন গবেষক ও অধ্যাপক এম.এম আকাশ।