আঁধার যেখানে সর্বময় রূপ ধারণ করতে পারে, আলোর পথযাত্রীরা সেখানে যুথবদ্ধ নয়। রৌদ্রপথের পথিকরা এক সুতোয় নিজেদের বাঁধতে পারলে অশুভ কখনোই জিতবে না, জিততে পারে না। শেষ বিচারে অবশ্যই জিতবে মানুষ। কিন্তু ঐক্যের সুতো বাঁধবে কে? সেই রৌদ্রের খোঁজেই আঁধারপথেও নিত্য পথচলা...