কবিতার অনেক সংজ্ঞা আছে। কিন্তু মাসুদ রানা কবিতাকে দেখেন একটু অন্য ভাবে। কবিতা তাঁর কাছে প্রেম, ও দ্রোহের প্রতিরূপ। মানুষের বেঁচে থাকার জীবনসংগ্রাম যেহেতু খুব কাছ থেকে দেখেছেন, জীবনসংগ্রামের কঠিন বাস্তবতা তাঁকে ভেতরে ভেতরে বিদ্রোহী করে গড়ে তুলেছে। তাঁর সেই অভিজ্ঞতার সিদ্ধতার ছাপ রয়েছে এই কবিতাগুলোতে।
“ ” - Md Masud Rana