প্রতিটি প্রাণীই তার অস্তিত্বের কাছে ফিরে যায়। মানুষের বেলায় সেটি আরও বেশি সত্য। তার আপন আঙ্গিনায়, তথা শৈশব, কৈশোরের হাজারো মধুর স্মৃতিগুলো তাকে নিরন্তর আকর্ষণ করে। জীবিকার তাগিদে মানুষ ঘর ছাড়ে ঠিকই কিন্তু সময় পেলেই ফিরে আসে তার আপন আঙ্গিনায়। মানুষ মৃত্যুর পরেও তার শেষ ঠিকানার জন্যও সেই স্মৃতিময় ধুলোই পেতে চায়। তাই তো পুরানো দিনগুলোর জন্য, চিরচেনা মানুষগুলোর জন্য মন সর্বদা হাহাকার করে। 'প্রত্যাবর্তন' উপন্যাসে লেখক মূলত মানুষের এই আকুতিকেই ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন দেখা-অদেখা নানান চরিত্রের নানান ঘটনা-দুর্ঘটনার সংমিশ্রণে।