রফিকের নামে
ব্যাংক-নোটিশ হয়েছে। মিথ্যে
মামলায় জড়িয়ে গেছে সে। এখন তার পালিয়ে যাওয়া
ছাড়া আর কোনো উপায়
নেই। আদম-বেপারির সুবাদে
হাত বদল হয়ে হয়ে শেষে
সে গিয়ে পড়লো এক বেদুইন-পরিবারের
হাওলায়—সেই সুদূর মধ্যপ্রাচ্যে—সৌদি আরবের
প্রত্যন্ত অঞ্চলে। সুদীর্ঘ
দশটি বছর সেখানে সে ভেড়া
চরিয়েই কাটালো। তার চারপাশে
ধু-ধু উপত্যকা, উত্তপ্ত
মরুভূমি; কখনোবা নুড়ি পাথরের প্রান্তর, দৈত্যাকার
পর্বতশ্রেণি। মানবিক
আবেগ-অনুভূতি, এমনকি প্রেমও যেন রুক্ষ, কদাকার, স্বার্থান্ধ। রফিকের সেসব অভিজ্ঞতা
আর উপলব্ধি
নিয়েই
রচিত হয়েছে 'রায়গানাম'।