আবির আর মিথিলা—ভিন্ন পরিবেশ থেকে উঠে আসা দুইজন মানুষকে একসূত্রে গেঁথেছে সীমাহীন অর্থলোভ আর যে কোনো উপায়ে সমাজের উপরের তলায় ওঠার নেশা। বঞ্চিত শৈশব, নিরানন্দ কৈশোর থেকে নিজেদের জীবনে সৃষ্ট অপূর্ণতা ঢাকার একটাই উপায়—টাকা, প্রচুর টাকা। আর তারই বলি হতে হয় শফিককে। আইনকে কাচকলা দেখিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসলেও পরিকল্পনা অনেকাংশেই অসম্পূর্ণ রয়ে যায়। পার্টনার-ইন-ক্রাইম হলেও দু’জনেই ভীষণ আত্মকেন্দ্রিক। ফলে সুর কেটে যেতে সময় লাগে না। স্বার্থপরতা আর ব্যক্তিত্বের সংঘাতে দু’জন সরে যেতে থাকে পরস্পরের কাছ থেকে। আবির-এর জীবনে নতুন প্রেমের বাতাস নিয়ে আসে কিয়ারা, সাতঘাটের পানি খাওয়া আবির যেন এবার সত্যিই তার মন হারিয়ে বসবে। অন্যদিকে আবির-এর নিস্পৃহতার সুযোগ নিয়ে মিথিলা’র জীবনে আসে তুহিন। একদিকে আবির-এর প্রতি ভালোবাসা, অন্যদিকে তুহিনের সহজ আচরণ আর বন্ধুত্বপূর্ণ আচরণ—জীবন নিয়ে দ্বিধার সম্মুখীন হয় মিথিলা। কিন্তু এবার কি সত্যিই ভালোবাসা এসেছে তাদের জীবনে? নাকি হাসিমুখের মুখোশের আড়ালে লুকিয়ে আছে কদর্যতা? এক সময় নিজেদের জীবনবোধকে নিয়ে নিজের কাছেই প্রশ্ন তুলে দু’জনেই।
“ ” - Bookworm