নবী ঈসা (আ.) এর অনুসারীগণকর্তৃক ত্রিত্ববাদধারণার উপর আধ্যাত্মবাদ ভিত্তিক চিন্তা-চেতনার দ্বারা মানবমনকে তার আমিত্ব থেকে মুক্ত করে তার সাক্ষাৎ গুরুর সাহায্য নিয়ে চরম-পরম গুরুর দিকে অগ্রসর হওয়ার নীতিনির্ধারণী গ্রন্থ এই ত্রিত্ববাদ। যাকে সকল ধর্মবিধানের মূল উৎস বলা হয়েছে এবং যা আল্লাহর কেতাবের কর্মকাণ্ড সংগঠনের পদ্ধতি বা ভিত্তি।