৬৭টি কবিতা অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রন্থের কবিতাগুলোর চরণ কিংবা স্তবকগুলোর মধ্যে এক নিবিড় সম্পর্ক ও প্রবহমানতা আর শব্দের মজবুত গাঁথুনি বিদ্যমান। চিত্রকল্প আর বক্তব্যের যুগলমিলনে কবিতাগুলোর শরীর পরিপুষ্ট হয়ে উঠেছে। রাষ্ট্র, সমাজ আর ব্যক্তিজীবনের সমকালীন বাস্তবতার নানা প্রপঞ্চ কবিতার বিষয় হয়েছে।