ধর্ম বিষয়ক মননশীল প্রবন্ধ। গুরুগম্ভীর কোনো ভাষা নয়, নয় কোনো পাণ্ডিত্যের কচকচানি। নয় কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাত কিংবা অন্য ধর্মের প্রতি বিদ্বেষ। সকলের পাঠোপযোগী, জলের মতো সহজসরল ভাষায়, সকল ধর্মের প্রতি সদ্ভাব প্রকাশমূলক এক প্রবন্ধের গ্রন্থ। এই গ্রন্থে বাঙালি জনজীবনে অনুসৃত প্রধান চারটি হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট ও ইসলাম ধর্মের দর্শনগত দিক সন্ধান সাপেক্ষে এর সামাজিক প্রভাব উপস্থাপনের মাধ্যমে সম্প্রদায় সম্প্রীতি ও সর্বোপরি মানব ঐক্য রচনাই মুখ্য উদ্দেশ্য।