পারভেজ হুসেন তালুকদারের লেখা ছড়াগ্রন্থ মজা পড়া ছন্দ ছড়া একটি সুন্দর ও সাবলীল ভাষায় মানসম্পন্ন ছড়া দিয়ে পূর্ণতা লাভ করেছে। আজান হলে ফজর বেলা মসজিদেতে যাবো, শেষ বিচারে প্রভুর কাছে এর ফলাফল পাবো। এই পতাকায় মিশে আছে, বীর সেনাদের স্মৃতি, অস্ত্র হাতে রক্তপাতের, সফলতার গীতি। আয়রে সবাই আয়, করবি খেলা কাটবে বেলা, আয় আমাদের গাঁয়। এরকম ২২টি ছড়া নিয়ে এ গ্রন্থটি।