মৃত্যুর পর প্রকাশিত রবীন্দ্রনাথের একটি
গ্রন্থ। এই গ্রন্থের নামকরণ রবীন্দ্রনাথ করে যেতে পারেননি। গ্রন্থটি রবীন্দ্রনাথের
কাব্যরচনার অন্ত্যপর্বের অন্তর্গত সর্বশেষ উল্লেখযোগ্য সৃষ্টি। সুমুখে শান্তিপারাবার, রাহুর মতন
মৃত্যু,ওরে পাখি, রৌদ্রতাপ ঝাঁঝাঁ করে, আরো একবার যদি পারি, ওই মহামানব আসে—এরকম পনেরোটি কবিতা রয়েছে।
কবিতাগুলোয় বিচিত্র-বর্ণিল জীবনের অন্তিমে পৌঁছে কবির জীবন-জিজ্ঞাসা,
মৃত্যুচেতনার ছায়াপাত ঘটেছে। কাব্যের বেশির ভাগ কবিতাই কবির শয্যাশায়ী অবস্থায়
লেখা। কয়েকটি কবিতা তার মুখ থেকে শুনে অন্যের দ্বারা লিপিবদ্ধ হয়েছে।
“ ” - Adnan Jubair