‘উজ্জীবন’, ‘নির্ভয়’, ‘দর্পণ’, ‘বোধন’, ‘পথের বাঁধন’, ‘ভাবিনী’, ‘বসন্ত’, ‘দূত’, ‘আশীর্বাদ’-এরকম ৬৯টি কবিতা রয়েছে এই গ্রন্থে। ১৯২৯ খ্রিস্টাব্দে প্রকাশিত এই গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য রচনার ‘বলাকা পর্ব’-র অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি। এই গ্রন্থের কবিতাগুলোয় মূলত নতুন বসন্তকে আহ্বান করা হয়েছে। রবীন্দ্রনাথের মতে মহুয়া বসন্তেরই অনুচর, আর ওর রসের মধ্যে প্রচ্ছন্ন আছে উন্মাদনা’।