এই কাব্যে কবি-মনের গতির সুর সুস্পষ্ট। সৃষ্টির গতিতত্ত্ব, বিশ্বজগতের মধ্যে চিরন্তন বেগের রহস্য এই কাব্যে পরিলক্ষিত হয়। এতে উপনিষদের চরৈবেতির আদর্শও লক্ষণীয়। এই কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলি হল 'সবুজের অভিযান', 'শঙ্খ', 'ছবি', 'শা-জাহান', 'বলাকা' ইত্যাদি।