শোভা মহল আহমেদ তন্ময়ের লেখা একটি ডিটেকটিভ থ্রিলার। এই থ্রিলার উপন্যাসের কাহিনি গড়ে উঠেছে বহু পুরোনো এক বাইজি মহলকে কেন্দ্র করে। মহলটি দীর্ঘদিন বন-জঙ্গল-পাহাড়ের আড়ালে পরিত্যক্ত হয়ে ছিল। মালিকানা পরিবর্তন হলে, মহলটি ও আশপাশের দালান ঘিরে একটা রিসোর্ট গড়ার পরিকল্পনা হয়। একটি প্রতিষ্ঠিত ডিজাইন ও কন্সট্রাকশন ফার্ম কাজটির দায়িত্ব পায়। কাজের সম্ভাবতা যাচাইয়ে পাঠানো হয় আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ারদের মিলিত একটি দলকে। পাহাড়ি বসতিহীন বনাঞ্চল, দুর্গম রাস্তা, দুযোর্গপূর্ণ আবহাওয়া। তারা পৌঁছার পর মহলে ঘটতে শুরু করে নানা অস্বাভাবিক ঘটনা। অস্বাভাবিক ঘটনা মোড় নেয় এক দুঃখজনক দুর্ঘটনায়। যাকে ঘিরে রহস্যজাল বিস্তার হতে থাকে। থ্রিলারপ্রিয় পাঠকরা বিমুগ্ধতায় সেই রহস্যের জালে জড়িয়ে পড়তে পারেন।
“ ” - Alif