শাহীনুর ইসলামের গল্পের বই ‘অন্য আকাশ’। একই আকাশে সবসময় একই থাকে না। যেভাবে এক জীবন সবসময় একই রকমভাবে যাপিত হয় না। একই আকাশে, একই জীবনে ভিন্ন কিছু প্রতিনিয়ত ঘটতে থাকে। এবং সেটা ঘটে মূলত অনিচ্ছায়। জীবনের টুকরো টুকরো ঘটনাকে ভিন্ন দৃষ্টিতে তুলে আনা হয়েছে এই বইয়ের গল্পগুলোতে।
“ ” - Sanjoy Majumdar