বিমল গুহ সম্পাদিত সাহিত্য পত্রিকা ‘পান্থজনের সখা’। পত্রিকাটির ৪র্থ বর্ষ ৫ম ও ৬ষ্ঠ সংখ্যাটিতে আছে : যতীন সরকারের মুক্তগদ্য, কবি আসাদ চৌধুরীর সাক্ষাৎকার, আবদুল হকের প্রবন্ধ, নবীন-প্রবীণদের কবিতা, আহমদ বশীরের গল্প, কিশোর গল্প-কবিতা, শিল্প-সাহিত্য-সংস্কৃতি সংবাদ ইত্যাদি।