যতীন সরকারের প্রবন্ধের বই ‘জাতীয় দিবস : পাকিস্তান বনাম বাংলাদেশ’। দুটি দেশের জাতীয় দিবসের তুলনামূলক আলোচনা করা হয়েছে এ প্রবন্ধে। ‘মুসলমান-মুসলমান ভাই ভাই’‒বোধে উদ্বুদ্ধ হয়ে পূর্ব পাকিস্তানের মুসলমানরা পশ্চিম পাকিস্তানী শোষণ ক্রিয়াকে বড় ভাইয়ের স্বাভাবিক অধিকার বলেই মেনে নেবে, শত্রু বলে চিহ্নিত করবে দেশের ভেতরের ও বাইরের অমুসলমানদের,‒এবং মুসলমান-অমুসলমান নির্বিশেষে সেক্যুলার সকল জাতীয়তাবাদীদের, প্রগতিপন্থীদের, কমিউনিস্টদের। কিন্তু পাকিস্তানী সৈর শাসকের এ আশাটিও পূর্ণ না হয়ে বাস্তবে সম্পূর্ণ উল্টো ঘটনার উদ্ভব ঘটলো, পাকিস্তানী জাতীয় সংহতির বদলে এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালিত্বের বোধে উদ্বুদ্ধ হতে থাকলো, দ্বিজাতিতত্ত্বের কবর খননের কাজে হাত লাগালো।
“ ” - Rashed Khan