মুহাম্মদ এ হোমেনের লেখা ‘তালপাতার ঘড়ি’ একটি কাব্যগ্রন্থ। এ কাব্যগ্রন্থে গাঁয়ের মানুষকে আঁকতে চেষ্টা করেছেন লেখক। বিলুপ্ত হওয়া কিছু শব্দ কাব্যের উপমা হিসেবে ব্যবহার করেছেন। একটি কবিতায় তিনি লিখেছেন-তোমায় নিয়ে কতোবার গরুর গাড়ি চড়েছি/ সারা প্রহর এখনও হৃদয়ের দোলনায় দোলে/ স্মৃতিরা আজ এক হয়ে সকাশে খেলা করে/ এই চরম সত্যটা‒বলো কীভাবে যাই ভুলে?
“ ” - Adib hasan