এক রহস্যময় বুড়োর পাল্লায় পড়ে পথ হারিয়েছে যমজ দু’ভাই অপু আর তপু। এক ঘণ্টারও বেশি সময় পথের খোঁজে একবার এদিক একবার সেদিক করে বেড়াচ্ছে তারা, কিন্তু পথ খুঁজে পাচ্ছে না। সুন্দরবনের মহাগোলকধাঁধায় পড়ে ছোটাছুটিই সার। কী হবে এখন? গভীর বনের মাঝে যে বিধ্বস্ত বাংলো -তাতে কি সাহায্য পাবে ওরা? নাকি জড়িয়ে পড়বে আরো ভয়ঙ্কর কোন বিপদে? জানতে হলে পড়তে হবে ইফতেখার আমিনের গল্প 'ভয়াল পূর্ণিমা'।
“ ” - Ahsan M Khan
“ ” - Bookworm