রাতের আঁধারে উধাও হয়ে যায় একের পর এক মানুষ। বিচ্ছিন্ন দ্বীপটিতে তাই কেউ থাকতে চায় না। তারপরও সেখানে প্রাণের স্পন্দন আছে। আছেন দু'জন সম্পূর্ণ বিপরীতধর্মী মানুষ আর একটি কুকুর। এক দুর্যোগময় রাতে সেই বিভীষিকার মুখোমুখি হলো ক্যাপ্টেন মেলড্রাম। ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার গল্প শুনতে চাইলে পড়ুন স্যর আর্থার কোনান ডয়েলের 'শয়তানের দ্বীপ'; অনুবাদ করেছেন ইফতেখার আমিন।