‘ধর্ম এমন এক জগৎ, যার তত্ত্বের মধ্যেই সীমাবদ্ধ
যতো অনুসন্ধান, যতো জিজ্ঞাসা, যতো ঘটনা-পরম্পরা। ‘ধর্ম’ অতীন্দ্রিয় বিষয়। এ সর্বপ্রকার যুক্তির অতীত, বিচারিক সীমার বাইরে। সুতরাং এটা
বুদ্ধিরাজ্যের অধিকারভুক্ত নয়। এ যেন এক দিব্যদর্শন, এক দৈবী অনুপ্রেরণা, অজ্ঞাত ও
অজ্ঞেয়ের সমুদ্রে এক অনিশ্চিত আলোড়ন। এখানে জ্ঞাতের চেয়ে অজ্ঞেয়কে বেশি কাছাকাছি আনা হয়। মানবসমাজের প্রারম্ভ থেকেই
মানব-মনে এই ধর্মতত্ত্ব নিয়ে নানান অনুসন্ধান চলছে। পৃথিবীর ইতিহাসে সব সময়েই মানব-যুক্তি
ও মানব-বুদ্ধি 'ধর্ম'র স্বরূপ অনুসন্ধান করতে প্রতিনিয়ত চেষ্টা করে গেছে। তাতে কখনো
ধর্মের সাথে সংঘাত বেধেছে যুক্তির, কখনোবা 'আপোষ' করেছে সময়ের স্বার্থে। স্বামী বিবেকানন্দ
ধর্ম ও বিজ্ঞান বিষয়ে যেসব রচনা লিখেছেন এবং বক্তৃতা দিয়েছেন নানান স্থানে, সেসবের
সংকলন এই বই 'ধর্মবিজ্ঞান'।
“ ” - Robi User
“ ” - Prosanta Mondal Prosanta Mondal
“ ” - Robi User
“Good ” - SAGOR DHAKA