মোহাম্মদ এনামুল হকের লেখা ‘দীঘলরাতের শেষে’ একটি কাব্যগ্রন্থ। বইটিতে মোট ৪২টি কবিতা রয়েছে। প্রেম, ভালোবাসা, প্রকৃতি, বিরহ বিষয়ক এই কবিতায় কবি নিজের নিজস্ব ভাবনা ফুটিয়ে তুলেছেন। কবি তার একটি কবিতায় বলেছেন- বিশীর্ণ স্মৃতিগুলো কাঁদে অবিরাম, সময়ের কাছে তার নেই কোন দাম। তবুও যে জাগে আশা চাতকের মনে, তুমুল বৃষ্টি হবে আমলকী-বনে।