কবি
হাসনাইন ইকবালের লেখা ‘ইউরিদিসের বাঁশি’ একটি কাব্যগ্রন্থ। সমাজের উত্থান-পতন ও প্রেম-ভালোবাসার কিছু চিত্র তুলে ধরেছেন তার এই গ্রন্থে। ছিন্নমূল মানুষ তার ব্যস্ততা ভুলে গা থেকে ঝেড়ে ফেলে স্বাধীনতার জল, আবার হৃদয়ের উত্তাপে অলস ভঙিমায়
যুথবদ্ধ হয়ে ফেরে পরাধীনতার ঘরে। এক সময় সবকিছু এলোমেলো হয়ে যায়। ব্রেকফেল করা গাড়ির মতো ছুটে চলা গন্তব্যহীন পথে হারিয়ে যায়
তার আশা-আকাঙ্ক্ষা আর বেঁচে থাকার
প্রয়োজনীয়তা। তারও চেয়ে বেশি পচে যায়, পরিবার, সমাজ তথা রাষ্ট্র।
“ ” - Envelop Publications