মৃত্যুর মুখে পতিত আসামি হয়েও গভীর ভালোবাসায় আচ্ছন্ন, মৃত্যুকে তুচ্ছ ভেবে ভালোবাসাকেই খুঁজে বেড়ায় সর্বক্ষণ।
লেখক আবিদ আল আহসান তার ‘আজ বসন্তের
দ্বিতীয় দিন’ বইটিতে তেমনই কিছু ভালোবাসার কথা
তুলে ধরেছেন। এ ভালোবাসা প্রিয়সীর প্রতি যেমন, তেমন ভাইয়ের প্রতি বোনের আবার সন্তানের প্রতি মায়ের। ছোট্টশিশুকে কবর দিতে গিয়ে তার ভাই বলল—একজন জান্নাতের পাখির জন্য আজ কাঁদছি। অবশেষে চোখ মুছে মনকে বোঝালাম, ‘ওরা জান্নাতের পাখি, তাই জান্নাতে
চলে গেছে,
ওদের জন্য কাঁদতে নেই, ওদের জন্য মন থেকে গর্ব করা উচিত’। বইটির প্রতিটি লেখা খুবই স্পর্শকাতর।
যা পড়ে পাঠকদের অন্য ধরনের অনুভূতি হবে।
“ ” - Abid Al Ahsan