ফ্রান্স বিজয়ের পর হিটলারের
নজর পড়ল তাঁর চিরশত্রু
ইংল্যান্ডের ওপর। চ্যানেলের
ওপারে ইংল্যান্ড অভিযানের মহড়া “সী-লায়ন” শুরু
করে দিল জার্মান বাহিনী। এপারে ব্রিটেন একা এবং শঙ্কিত।
অজেয় প্যানযার বাহিনীকে কিভাবে
ঠেকানো যায়? ডাক পড়ল রাহাত
খানের। নির্দেশ একটাই— হিটলারকে
ঠেকাও।
অনেক কাঠখড় পুড়িয়ে অস্ট্রিয়ায়, হিটলারের
রিট্রিট ঈগলের ঘাঁটিতে পা রাখল
রাহাত। থার্ড রাইখের
সবগুলো মাথা তখন সেখানে— বোরম্যান, হেস, গোয়েরিং, গোয়েবলস, এসএস
চিফ হিমলার সহ সবাই।
কিন্তু হঠাৎ করেই বদলে
গেলো ঘটনার গতি।
রাহাত শেষ পর্যন্ত সফল হতে পেরেছিল
কি?
“ ” - Rakibul Dolon
“ ” - Bookworm