বইটি ছোট্ট হলেও লেখক তাপস রায় তার ‘মিনি জোকস’-এ বুঝিয়ে
দিয়েছেন এর মাহাত্ম্য অনেক। কেননা আমরা
প্রতিনিয়ত মনের খোরাক জোগাতে যে পন্থা অবলম্বন করি তাতে বইটি হবে পাঠকপ্রিয়। পাঠক তার গণ্ডির ধারা বুঝতে সক্ষম হবে বইটির মাধ্যমে। এতে এমনই কিছু মিনি জেকস বেঁধে দেয়া হয়েছে—যেখানে হাসি আর ভাবনার খোরাক দুটোই মিলবে।
“ ” - Bookworm