পুরুষশাসিত সমাজে ‘নারী জাগরণ’—বলা যায় বহুদিনের একটি স্বপ্ন। তবে বিংশ শতাব্দীতেও এসে দেখা যায় এই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। আজও নারী তার মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে পারেনি। এখনও তাকে পরনির্ভরশীল হয়ে সিদ্ধান্ত নিতে হয়। এ ক্ষেত্রে হয় বাবা, ভাই না হয় স্বামীর সিদ্ধান্ত অগ্রগণ্য। অথচ কর্মক্ষেত্রে দেখা যায় তার সাফল্য অনেক, কিন্তু সিদ্ধান্তের কৃতিত্ব অন্যের। এই ভ্রান্ত ধারণার শিকল থেকে মুক্ত হতেই লেখক ফেরদৌস আরা শাহীন তার অসংখ্য লেখার মাধ্যমে নারীকে উৎসাহ দিয়ে যাচ্ছেন ক্রমান্বয়ে। ‘সমসাময়িক প্রেক্ষাপট ও নারীসমাজ’ তারই দৃষ্টান্ত।