প্রতিটি মননশীল শিক্ষিত মানুষ, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাইকে ইতিহাস ভাবতে শেখায় নতুন করে, শেখায় মানবতার পথ কোন দিক থেকে এসেছে এবং কোন পথে গেলে তার সন্ধান পাওয়া যায়। জটিল বিজ্ঞানকে সহজবোধ্য করে উপস্থাপন করার এবং বিজ্ঞান সম্পর্কে উচ্চশিক্ষা গ্রহণের জন্য জাভেদ ইকবাল-এর
‘সময়ের শুরু থেকে প্রাচীন সভ্যতার ইতিহাস’ অনন্য মাধ্যম। মানব বিকাশের গতি খুবই বৈচিত্র্যময় এবং একটি ধীরপ্রক্রিয়া। একে তুলনা করা হয় গাছের শাখা-প্রশাখার সাথে। ঠিক তেমনই মানব বিবর্তনের বংশতরুতেও এক ডাল থেকে অন্য ডাল বেরিয়েছে। সবচেয়ে সফল হোমিনিড শাখাটি মানুষ পর্যন্ত এসে পৌঁছতে সক্ষম হয়েছে। আমরা এই ধাপটি অনুসরণ করে মানব ক্রমবিকাশ সম্পর্কে সঠিক ধারণা অর্জন করতে পারি। আমাদের সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য। সূর্যকে কেন্দ্র করে আবর্তনকারী বৃহৎ বস্তুপিণ্ডগুলো হলো গ্রহ। গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হয় উপগ্রহ।