‘কাঠপেন্সিল’ নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের আত্মজৈবনিক গ্রন্থ। উপন্যাসটিতে রয়েছে নানা বিষয়ের বর্ণনা। এগুলোর মধ্যে পুত্র নিষাদ, স্ত্রী শাওন (হুমায়ূন ডাকতেন কুসুম), ওল্ড ফুলস ক্লাব, ভ্রমণকাহিনী, সায়েন্স ফিকশনসহ নানা বিষয়ের বর্ণনা দিয়েছেন লেখক। গল্পগুলোর উপস্থাপনা এতই মনোহারী যেন লেখক পাঠকের সঙ্গেই গল্প করছেন।